রিভিউ : কুকুরের লেজ-প্রহারেণ সমাপয়েৎ!
বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি পৌঁছতে হবে বলে ওস্তাদি দেখিয়ে জোরে হাঁটছিলাম। হরিদার চায়ের দোকানের সামনে চাতালে পা হড়কে মুখ থেবড়িয়ে চশমা, ল্যাপটপ ব্যাগ সমেত জমা জলের মধ্যে পড়ে তখন ভাবছি এই যা: সব ভিজে গেল।
বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি পৌঁছতে হবে বলে ওস্তাদি দেখিয়ে জোরে হাঁটছিলাম। হরিদার চায়ের দোকানের সামনে চাতালে পা হড়কে মুখ থেবড়িয়ে চশমা, ল্যাপটপ ব্যাগ সমেত জমা জলের মধ্যে পড়ে তখন ভাবছি এই যা: সব ভিজে গেল।
ব্যস! আর একটু হলেই ভুলটা করে ফেলেইছিলাম আর কি! দু’টো নাটক একই জামা পরে দেখতে যাচ্ছিলাম। মানে ‘ইচ্ছেমতো’ র প্রথম নাটক ‘বুদ্ধিজিবি’ দেখেছিলাম যে জামাটা পরে
যারা আগুন লাগায় তাদের… “ধরো আর ঝোলাও। ধরো, আর ঝোলাও!” নাটকের শুরুতেই শহরের বর্তমান সমস্যার(?) সহজবোধ্য নিদান দেন বিডারম্যান, টেকো মাথায় চুল গজাবার তেল বিক্রি করে যিনি একজন ধনী ব্যাবসায়ী।