রিভিউ : কুকুরের লেজ-প্রহারেণ সমাপয়েৎ!
বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি পৌঁছতে হবে বলে ওস্তাদি দেখিয়ে জোরে হাঁটছিলাম। হরিদার চায়ের দোকানের সামনে চাতালে পা হড়কে মুখ থেবড়িয়ে চশমা, ল্যাপটপ ব্যাগ সমেত জমা জলের মধ্যে পড়ে তখন ভাবছি এই যা: সব ভিজে গেল।
বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি পৌঁছতে হবে বলে ওস্তাদি দেখিয়ে জোরে হাঁটছিলাম। হরিদার চায়ের দোকানের সামনে চাতালে পা হড়কে মুখ থেবড়িয়ে চশমা, ল্যাপটপ ব্যাগ সমেত জমা জলের মধ্যে পড়ে তখন ভাবছি এই যা: সব ভিজে গেল।
আর্ট দেখলাম। তৃতীয় বার। অনেক গুণী মানুষ আর্টের টেকনিক্যাল দিক গুলো নিয়ে অসম্ভব সুন্দর করে রিভিউ লিখেছেন বলেই আমার অন্য কিছু নিয়ে আলোচনা করা ভালো।
আমরা প্রত্যেকটা প্রতিবন্ধকতা কে নতুন জামার মতো পরে নিই। অস্বস্তি গুলো সঙ্গে নিয়ে। মানিয়ে নিই। আরও বড় প্রতিবন্ধকতা এলে ওটাও পরে নিই, আর আগের জামাটা কত ভালো ছিল তা নিয়ে ভাবি।